এসো কর স্নান নবধারা জলে বলবে কে আর
এসো কর স্নান নবধারা জলে বলবে কে আর
শহরে বৃষ্টি জল কাদা মাখা নোংরা দেদার।
গীতবিতানের শুকনো পাতায় বর্ষার গান।
রবীন্দ্রনাথ একলা ভেজেন আমাকে ভেজানএসো কর স্নান নবধারা জলে বলবে কে আর
শহরে বৃষ্টি জল কাদা মাখা নোংরা দেদার।নীপবন নেই শহরে রয়েছে কড়া নল বন
সিরিয়ালে দেখা হিরো হিরোইন সাজানো দু’জন।এ ডাল নৌকো শহুরে লেকের প্রমোদ তরী
এসোহে আষাঢ় ছাতায় তোমায় বরণ করি।প্রতিবেশী মাঠে গেল বর্ষায় দেখেছি সবুজ
এই বর্ষায় সে মাঠে উঠছে বাড়ি-গম্বুজ।প্রমোটার শোনে টাকার বদলে বর্ষার গান
রবীন্দ্রনাথ বৃথাই ভেজেন বৃথাই ভেজান।এস কর স্নান নবধারা জলে বলবে কে আর
রিয়েলষ্টেট শোনে কি কখনো মেঘমল্লার।
— কবীর সুমন
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!